মনে হচ্ছে, ড: এম এ আলী বেশ অসুস্হ; তবে, ইহা ভয়ংকর কিছু নয়, ব্যাক-পেইন। ব্যাক-পেইনের কারণে উনি আগের মতো স্বাভাবিকভাবে লিখতে পারছেন না। আশাকরি, উনি সুস্হ হয়ে উঠবেন, আমরা তাঁকে ব্লগে দেখতে পাবো শীঘ্রই। তিনি সর্বশেষ পোষ্ট দিয়েছিলেন ২০২১ সালের ২৭'শে ডিসেম্বর; তখন আমার নিক ছিলো 'চাঁদগাজী'। আমার বর্তমান নিকে (সোনাগাজী ) লেখা কোন পোষ্টে তিনি মন্তব্য করেছেন বলে আমার মনে পড়ছে না।
তিনি দেশে ও প্রবাসে কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন, ইউরোপে থাকার ফলে তিনি আমাদের জাতিকে ইউরোপীয় ভাবনার দিক থেকেও বুঝার চেষ্টা করেন, মনে হয়। উনার পোষ্ট ব্লগে এলে আমি সব সময় পড়েছি, মন্তব্য করেছি।
আমাদের আরেক ব্লগার, নুরু সাহেব অনেকটা নিখোঁজ; বেশ কয়েকজন মন্তব্যে জানিয়েছিলেন যে, তিনি অসুস্হ। এখন নাকি তিনি ফেইসবুকেও নেই; উনার সাথে সরাসরি যোগাযোগ থাকার কথা ব্লগার প্রামানিক সাহেবের। এখন প্রামাণিক সাহেব নিজেও ব্লগে অনিয়মিত। কারো সাথে প্রামণিক, কিংবা ব্লগার 'সাদা মনের মানুষ'এর সাথে যোগাযোগ থাকলে, নুরু সাহেবের খবর নেয়ার চেষ্টা করবেন।
ব্লগার রাজিব কমেন্টে জানালেন, মালয়েশিয়ায় প্রবাসী ব্লগার মোঃ সাজ্জাদ হোসেন খুবই অসুস্হ; তিনি খুবই উন্নত মানের পোষ্ট লিখতেন: মালয়েশিয়ার রাজনীতি, অর্থনীতি, সামাজ ইত্যাদি নিয়ে লিখতেন; এছাড়া উনার লেখার ১টা বড় বিষয় ছিলো প্রবাসী বাংগালীদের জীবন। প্রবাসে নিজ পরিবারের অবস্হান নিয়েও লিখতেন। উনার সুস্হতা কামনা করছি। রাজিব, আপনি উনার উপর আপডেট দেবেন।
সবাই সুস্হ থাকার চেষ্টা করুন; সুস্হ থাকার জন্য দরকার সঠিক সময়ে ভালো খাবার খাওয়া, দরকারী পরিমাণ ব্যায়াম করা ও অকারণে চিন্তিত না'হওয়া। খাবারের লিষ্ট থেকে পেঁয়াজু, সিংগারা, পাকুড়া, চমুচা, সোডা ও মিষ্টি বাদ দেবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২১