বেগম জিয়া এখনো জাতির জন্য ফ্যাক্টর, খারাপ ফ্যাক্টর! উনার ৪০ বছরের রাজনীতি জাতিকে অনেক অনেক পেছনে নিয়ে গেছে; দেশ, জাতি, এডমিনিষ্ট্রেশন, বাজেট, জাতীয় আয়, ব্যয়, ঋণ, চাকুরী সৃষ্টি, বেকারত্ব, মানুষের অধিকার, প্রাইম মিনিষ্টারের দায়িত্ব, দল চালোনোর দায়িত্ব, ইত্যাদির মাথামুন্ড উনার বেকুবী মগজে কখনো ঢুকেনি; দেশ চালাতো মিলিটারীর কিছু ফালতু জেনারেল, ব্যুরোক্রেটরা ও ফালু মালুরা।
উনি যেই রোগে ভুগছেন, সেইরকম রোগে দেশে ৪/৫ লাখ রোগী ভুগছে এখন; এদের মাঝে হয়তো ৪/৫ হাজার মানুষ কিছুটা চিকিৎসা পাচ্ছে, বাকী ১জনও দরকারী চিকিৎসা পাচ্ছে না। যদি বেগম জিয়াকে বিদেশে চলে যাবার জন্য অনুমতি দেয়, উনি দেশ ত্যাগের সময় কি বলবেন, "দেশে যারা আমার মত রোগে ভুগছে, প্লীজ ওদেরকে চিকিৎসা দেন"! উনার ২ পয়সার পঁচা মগজে তা আসবে?
দেশে কোটীর উপর কিডনী রোগী আছে, ক্যানসার রোগী আছে; বিএনপি ওদের চিকিৎসার কথা বলে? বেগম জিয়ার জন্য ৮/১০ জন চিকিৎসক দিন রাত্রি ব্যস্ত; কোটী লোকজন ১ বার ডাক্তারের কাছে যাবার আগে ফি যোগাতে কাঁপতে থাকে; এই দোযখ সৃষ্টি করতে বেগম জিয়ার অবদান আছে।
জেনারাল জিয়া বড় চাকুরী করতো, মৃত্যুর সময় ২টি পেনশন ও কিছু সম্পদ রেখে গিয়েছিলো। এরশাদ পরোক্ষভাবে জিয়া হত্যার পেছনে থাকায়, নিজের থেকে জাতীর সম্পদ দান করেছিলো বেগম জিয়াকে: ২টি বাড়ী, গাড়ী, ফিক্সড ডিপোজিট, চাকর-চাকরাণী, ছেলেদের শিক্ষার সব খরচ। এসব পেয়ে বেগম জিয়া লোভী হয়ে উঠেছিলো; মিলিটারীর বাটপাড় জেনারেলরা ও বিএনপি'র চোর-ডাকাতেরা উনাকে বিএনপি'র সভাপতি বানায়ে ক্ষমতায় আনার জন্য সামনে নিয়ে আসে। তখন জিয়ার নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট সাত্তার বলেছিলো, "ঐ ইডিয়ট মহিলাকে ঘরে থাকতে দাও, ওকে দলে আনলে, সে সবকিছু নষ্ট করবে।"
এটাই সেই বেগম জিয়া, যে নিজে ডাকাতী করেছে, তার সাথে মিলে মিলিটারী, ফালু, মালুরা ডাকাতী করেছে, উনার ছেলেরা ডাকাতী করেছে, বৃদ্ধ মাতাপিতার নামেও টাকা সরায়েছে, এতিমখানার টাকা সরায়েছে, সরকারের টাকা নিয়ে গেছে বিদেশে। এখন বিদেশে গিয়ে চিকিৎসা নিবে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৪