ফরিদপুরের ঘটনায় ধর্মের ফ্লেভার ছিল, তাই কাটতি বেশি

রাজধানীর নর্দ্দা এলাকায় চোর সন্দেহে এক যুবককে হাত-পা-চোখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। গুরুতর আহত সেই যুবক দু'দিন চিকিৎসা শেষে মারা গেছে। নিহত যুবকের নাম শাকিল। সে পেশায় রিকশাচালক ছিল। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার একটি আড়াই বছরের ছেলে আছে।
জানা যায়, কয়েক দিন আগে নর্দ্দার... বাকিটুকু পড়ুন











