বাংলা ভাষার দুর্দশা ও কিছু কথা

আমি তখন অসুস্থ্য, মাত্র পাঁচদিন আগে বুকে পেসমেকার লাগানো হয়েছে। বুকে কাঁটা ছেঁড়ার ব্যাথা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার ছোট ছেলের সাথে ভারতের বেঙ্গালরের হৃদয়েলা হাসপাতালের অদূরেই একটি ডিপার্টমেন্টাল স্টোরে গেলাম। তিন তলা বিশাল ডিপার্টমেন্টাল স্টোর, নাম ”ডি মার্ট”।
স্টোরে ঢোকার জন্য তিনটি গেট কিন্তু তিনটি গেটেই স্ক্যানার লাগানো। যেহেতু... বাকিটুকু পড়ুন











