ফুল লান্টানা
লাল লাল টকটকে ফুল লান্টানা;
তোমাকে চাই, পেতে কি মানা!?
প্রথম জানলাম এই পুষ্পের নাম।
মনে হয় তোমার অনেক দাম।
বহু দেখেছি চতুর্দিকে, চিনতাম না
তুমি বাড়িয়ে দিয়েছ আমার ভাবনা।
এসো না! এসো না! ভালোবাসো
একটু কোমল সুরে, মৃদু হাসো।
সবাই চায়, আমি চাইতাম না
একাকিত্বে ভুগছি, দাও আমায় প্রেরণা।
তোমায় নিয়ে যাবো অদেখা স্বর্গে
চাই একসাথে যেতে, না... বাকিটুকু পড়ুন






