জটিল কথা
কল্পনা করে করে আজ তৃপ্ত,
ঠান্ডা হয়েছে যত সব উত্তপ্ত।
তবু অসম্ভব, মিথ্যের কাছে নত
যতই বাড়ুক হৃদয়ে, দেহে ক্ষত।
রমণী পাশে পাইনি টাকার জন্য
আসলে কি বলিব, কারা বন্য?
সম্মান করি তাই মিশি নাই;
গোপনে অবৈধ! বৈধ মিশতে চাই।
চাকচিক্য প্রাধান্যে, এতো এতো বেশি
বেড়ে যাচ্ছে জলুস, উল্লাস-খুশি।
বাহ্যিক সৌন্দর্য অনেকে দেখাচ্ছে-দেখছে
প্রায় সকলে কামনায়-ধর্ষিত হচ্ছে।
তোমার সাজ... বাকিটুকু পড়ুন











