পাথরের সজ্জা

ঝিণুক মুক্তো নয়
বিস্ময়কর হলেও সত্য
পাথরের বুক থেকে
অপরূপ রূপের এক আধার যেন
দেখে দেখে রূপতার বিস্মিত হবে যে কেহ
রঙধনুর মতোই বর্ণিল
যেন লক্ষ তারার ঝিলিমিল অপরূপ সজ্জায়
অপার মুগ্ধতায়
তাই চেয়ে থাকি..
নীরেট পাথরের মাঝে লোকচক্ষুর আড়ালে
স্রষ্টাই গড়েছেন যেন এক অদ্ভুত শিল্পকর্ম
আহা মরি মরি! অপরূপ কারুকাজ দর্শনে
যেন বিশ্বের বিষ্ময় দুচোখে লাগে যে ঘোর
রূপকথার রূপ... বাকিটুকু পড়ুন













