মুখোশ

মায়ার সাগরে কেউ আর পাড়ি জমায় না।
মমতা, তাকে তো কবেই করা হয়েছে নির্বাসিত।
ভালবাসা ভেঙ্গে গিয়েছে সেই কবে,
কেবল ইট পাথর আর দামী আসবাবে শুধু ভালো-বাসা।
স্নেহ এখন নির্যাতিত নিষ্পেষিত;
ভয়ার্ত লালসার শিকার।
আনন্দ আর ভাগ হয় না জনে জনে যৌথ আঙিনাতে,
বিভক্ত তা ছোট্ট ফ্ল্যাটে আমি আর তুমিতে।
সহানুভূতির হাত, সেও গোপন... বাকিটুকু পড়ুন













