যেহেতু কমেন্ট পড়তে পারছিনা তাই প্রতিমন্তব্য করা হয়নি।
যারা সকালের পোষ্টে কমেন্ট ও লাইক দিয়েছে, তাদের সবাইকে থ্যাংকস।
প্রয়াত ব্লগার নূর মোহাম্মদ নুরু নেই, তাই আর কারো জন্মদিন নিয়ে পোষ্ট হয়না।
তাই আজ কিছু প্রিয় শিল্পী, মে মাসে যাদের জন্মদিন ছিলো তাদের কিছু প্রিয় গান নিয়ে আসলাম।
কারো ভালো লাগলে প্রিয় গানগুলো শুনবে, এইতো। সামু সচল থাকুক। প্রানবন্ত থাকুক।
Adele
May 05, 1988
This song is close to my heart.
Mel B, SpiceGirls
May 29, 1975
Kylie Minogue
May 28, 1968
Engelbert Humperdinck
May 02, 1936
এর গান আমার এতো এতো ভালো লাগে যে ওয়ান ইজ নট এনাফ, তাই দুটো গান শেয়ার করছি।
Leo sayer
May 21, 1948
Kazi Nazrul Islam
May 24, 1899
মাত্র ৩৪ বছর বয়সে ঝরে যাওয়া একজন প্রতিভা পৃথ্বীরাজের কণ্ঠে একটি নজরুলগীতি।
Manna Dey
May 01, 1919
Kalim Sharafi
May 08, 1924
Pankaj Udhas
May 17, 1951
শেরজার পোষ্ট পড়েছি। সবগুলো মজার ছিলো কিন্তু বেশি ভালো লেগেছে শেষেরটা

এই মাঝরাতে আমি একজন পুরুষ মানুষ কোথায় পাব
এক লাইনের পোষ্ট দিয়েও জটিলের যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে, নো ম্যাটার হোয়াট ব্লগের সাথে আছি, এটাই বা মন্দ কি!
জুনাপু তোমার এই সিল্কি চিকেন দেখতে যেমন রূপসী, মনে হচ্ছে খেতেও উপাদেয় হবে।
জুনাপু কি শুধুই সৌন্দর্য দেখলে নাকি কয়েকটা সাথে করে নিয়েও আসলে, সেটাতো বললে না।
যা বোঝা গেলো সামুর ব্লগারেরা আনস্টপেবল, যেভাবে চলছে চলুক

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৩