সকাল সম্ভবত ৭ টার দিকে ঘুম ভাঙ্গলো সাগর ভাইয়ের ডাকে। ফিরোজ ভাইয়ের বাসার আরেক রুমমেট। ওনারা মোট চার জন থাকেন। আমি আসায় পাঁচ জন। শুধু সোহেল ভাই ছাড়া বাকি সবাই আমার এলাকার লোক। সাগরের বয়স আমার মতই। ডিভি পেয়ে ওর আমেরিকায় আসা। একটা পিজা শপে কাজ করে ডেইলি ১২ ঘন্টা। ভালই কামায়। গ্রীন কার্ড থাকলে এই এক সুবিধা। কাজ পেতে কোনো প্রবলেম হয় না। তারপরও অদ্ভুত ব্যাপার যে এদেরও মালিক পক্ষ বেশ ঠকায় শুধু মাত্র ভালো ইংরেজি না বলতে পারার কারণে। কাজে মিনিমাম স্যালারিটাও দেয় না। স্টুডেন্টরা ঠকে কাজের পারমিশন না থাকায়, ওরা ঠকে ইংলিশে দুর্বল হওয়ার কারণে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই ঠকানোটা ঠকায় নিজের দেশের মানুষরা
সাগর ভাই আমার বয়সী হওয়ায় গল্প বেশ জমে উঠলো। অনেক কিছুই যা জামাল ভাই, সোহেল ভাইয়ের কাছে জিগ্গেস করতে পারিনি, তা ওর কাছ থেকে সহজেই জেনে নিলাম। বেশিক্ষণ অবশ্য গল্পের সুযোগ পাওয়া গেল না। ২৪ ঘন্টার ১২ ঘন্টা কামলা খাটার পর হাতে থাকে ১২ ঘন্টা। আসা-যাওয়ায় ১-১.৩০ ঘন্টা, এরপর রান্না করা, খাওয়া-দাওয়া, গোসল করা, জামা-কাপড় ধোয়া আর অন্যান্য ব্যক্তিগত কাজ সারা। তাই ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারলাম না। আমি আবার একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফোন দিলাম রাজীবকে। এই চার মাস ওর সাথে শুধু ফোনেই কথা হয়েছে। ফোন করে বললাম আমাকে এসে নিয়ে যেতে। সোহেল ভাই ওকে কিভাবে আসতে হবে পুরো ডিরেকশন দিয়ে দিলেন। ঘন্টা দুয়েক পরে রাজীব আসলো হাস্যজ্জ্বল চেহারা নিয়ে। এসেই বুকে জড়িয়ে ধরল। কত কথাই না হয়েছে এই কয় মাস, অবশেষে দেখা। বের হলাম রাজিবের সাথে। কোথায় গেলাম বলেন তো? আফসোস বুঝে ফেলেছেন
(চলবে)
অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




