আমার জানামতে, পৃথিবীতে ১টি মাত্র স্মার্ট সিটি গড়ে উঠছে, এবং উহা বানানো হচ্ছে সৌদী আরবের তাবুক প্রদেশে, শহরের নাম "নেওম"; ইহা হচ্ছে, প্রিন্স সালমানের বেকুরির বিরাট উদাহরণ, সৌদীদের মাথায় উটের মগজ আছে, উহাতে ডোডো ডিম পেড়েছে। সেদিন, আমাদের এলাকার আগামী ভোটের সম্ভাব্য এমপি প্রার্থী আমাকে হতবাক করলেন: তিনি নাকি আরো কয়েকজন তরুণ আওয়ামী লীগারসহ মিলে চট্টগ্রাম শহরের উত্তর সীমানায় '১টি স্মার্ট সিটি গড়ার চিন্তাভাবনা করেছিলেন'; এই তথ্য আমার জন্য একেবারেই নতুন; আমি আবার দেশের সংবাদপত্র ইত্যাদি পড়ি না। আপনারা এই ব্যাপারে কিছু শুনেছিলেন নাকি?
উনি ইহা সম্পর্কে বলতে গিয়ে বললেন যে, কোন এক বিদেশী শক্তি নাকি ইহা করার বিপক্ষে হওয়ায়, ইহা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি; উনি সেই দেশের নামও বলেছিলেন, আমি উহা নিয়ে উনাকে খুব একটা প্রশ্ন করতে চাইনি; কারণ, উনার কলেজে পড়ুয়া ছেলেও উনার সাথে লান্চে এসেছে; আমি ইহাকে সহজভাবে নিলাম।
আমার মতে, ঢাকা শহরই আমাদের 'স্মার্ট সিটি'; ঢাকাতে বাংলাদেশের সব 'মগজ'রা বাস করে: দেশের সব জালিয়াত, সব মাফিয়া, সব মাদক ডিলার, অস্ত্র ব্যবসায়ী, সব ব্যাংক ডাকাত, সব ঋণ খেলাফি, সব ভেজাল মেশানোর লোকজন, সব ব্যুরোক্রেট, সব এমপি, সব ব্যবসায়ী, সব আদম বেপারী, প্রেসিডেন্ট ও প্রাইম মিনিষ্টার বাস করেন। চট্টগ্রাম শহরের উত্তর প্রান্তে শহরের কসাইখানা ও শিল্পকারখানা আছে; এর মাঝে মানুষের ঘরবাড়ী আছে, বস্তি আছে; ওখানে কিভাবে স্মার্ট শহর হবে? দেশের স্মার্ট লোকেরা ওখানে কেন যাবে?
স্মার্ট সিটির ডেফিনেশন কি উহাও আমার জানা নেই, বিশেষ করে বাংলাদেশের জন্য। নিউইয়র্ককে বলা হয় বিশ্বের ফাইন্যান্সিয়াল ক্যাপিটেল; কিন্তু এর থেকে বেশী ময়লা সিটি আমেরিকায় আরেকটি নেই। সৌদীতে স্মার্টসিটি বলতে আধুনিক বিলাসবহুল সিটিকেই বলা হচ্ছে, মনে হয়। বাংলাদেশের শহরগুলোতে ৪০ ভাগ মানুষ বাস করে বস্তি কিংবা তার কাছাকাছি পরিবেশে, সেখানে বিলাসবহুল সিটি করলে, বস্তিকে সরাবে কোথায়? তা'ছাড়া স্মার্ট সিটি হবে জালিয়াতদের বাসস্হান!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:১১