আপনাদের অনেকেই ChatGPT ব্যবহার করে দেখেছেন; আপনি যখন ChatGPT'তে লগিন করা অবস্হায় আছেন, আপনি আসলে, সৃষ্টির শুরু থেকে আজ অবধি বিশ্বের সকল জ্ঞানী মানুষদের সাথে একই টেবিলে বসে আছেন, সবাই আপনাকে সাহায্য করার চেষ্টা করছে, যাতে আপনি তাঁদের মতো বুঝতে পারেন, বলতে পারেন, জানতে পারেন, কাজ করতে পারেন।
মানব জাতি যেন আরেকটু সুখশান্তিতে থাকতে পারে, সেজন্য জ্ঞানী মানুষেরা প্রতিদিন কাজ করছেন নিরলাসভাবে; এই প্রচেষ্টারই একটা বড় প্রাপ্তি সম্প্রতি অনেকটা পুর্ণতা পেয়ে মানুষের হাতে এসেছে, ইহা AI; AI এমন পর্যায়ে এসেছে যে, মানুষের যেকোন সমস্যা সমাধানে, বিশ্বের সব জ্ঞানীদের ভাবনাকে একসাথে কাজে লগিয়ে, সবচেয়ে কম সময়ে, সর্বাধিক সঠিক সমাধান বের করা সম্ভব হবে। কিন্তু সময়টা ও পরিবেশটা আমাদের জাতির জন্য ঠিক সঠিক নয় এই মহুর্তে; আমরা অন্যদের তুলনায় আরো পেছনে পড়ে যাবো।
গত সপ্তাহ ছিলো পশ্চিমা বিশ্বে AI সপ্তাহ; AI সম্পর্কিত কম্প্যুটার চিপ তৈরিতে সবার চেয়ে এগিয়ে আছে সেমিকনডাকটর প্রতিষ্ঠান NVIDIA Corporation (NVDA); NVDA গত সপ্তাহে আমেরিকার ষ্টক-মার্কেটের মুল্য ২/৩ ট্রিলিয়ন বাড়িয়ে দিয়েছে; NVDA নিজেই ২ দিনের মাঝে "ট্রিলিয়ন ডলার" কর্পোরেশনে পরিণত হয়েছে; এক সপ্তাহে ষ্টকের মুল্য বেড়ে ৩০০ ডলার থেকে ৪১১ ডলারে চলে গেছে; ১ সপ্তাহে কোম্পানীর মার্কেট ক্যাপ যতটুকু বেড়েছে, তা দিয়ে ২টি INTEL কোম্পানী কেনা যাবে! বুঝতে পারছেন কি কান্ড ঘটেছে?
যেসব ছোট কোম্পানী কোনবভাবে AI'এর সাথে যুক্ত, তাদের অনেকের ষ্টক ২/৩ গুণও বেড়েছে ১ সপ্তাহের ভেতরে। কিন্তু পশ্চিমের মানুষের ভেতর ভয় ঢুকে গেছে; মনে করা হচ্ছে, একা আমেরিকায় ২০৩৩ সালের মাঝে ৯ কোটী মানুষের চাকুরী চলে যাবে; চাকুরী টিকিয়ে রাখার জন্য মানুষকে খুবই কম সময়ের ভেতর শক্ত বিষয়সমুহ পড়ে অনেক জ্ঞান লাভ করতে হবে; এতে আমেরিকান ও ইউোপিয়ানরাই কাঁপার শুরু করেছে। আমেরিকানদের চাকুরী চলে গেলে, ওরা সরকারী টাকা পায় আরো পড়ালেখা করার জন্য।
আমাদের ১ বাংগালী বন্ধুর মেয়ে ( আমেরিকায় জন্ম ) ফাইন্যান্সে পাশ ( মাইনর কম্প্যউটার সায়েন্স ) করে, গত ২ বছর চাকুরী করে, বার্ষিক ৮০ হাজার ডলার স্কেলে প্রবেশ করেছে। সে চাকুরী ছেড়ে দিয়ে ৩ মাসের ১টি কোর্স করেছে AI'তে ( সাথে আছে ডাটা সায়েন্স ); এখন সে অন্য ১টি কোম্পানীতে ১৫৫ হাজার ডলারের অপার পেয়েছে। দেখছেন, বিশ্ব কোথায় যাচ্ছে? আমাদের জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের ভবিষ্যত কি? আমাদের মাদ্রাসার ছাত্রদের বউদের কে খাওয়াবে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৮