ভীষণ প্রতিবাদ করবো কিন্তু!
জ্বি আমি দেখছি। ভালো লাগছে।
সত্যি?
হুম সত্যি!
ভীষণ প্রতিবাদ।
ভীষণ?
ভীষণ।
প্রতিবাদ?
প্রতিবাদ। হা হা হা।
হাসছো?
নাহ আমি চা খাচ্ছি।
তো?
হাসি ও না।
কেন?
চা ছলকে পড়ে যাবে। আমি তখন ভীষণ প্রতিবাদ করবো কিন্তু!
অফ টপিক
অনেকেই আমরা এখন এভাবেই প্রতিবাদ করি। যা কিছুই হোক তাতে যেন আমাদের কিছু যায় আসে না। মানূষ মরে... বাকিটুকু পড়ুন









