হদ্দ বোকা আবরার

হদ্দ বোকা আবরার এখন
ধূসর ফ্রেমের স্মৃতি,
সব কিছু আজ অল কোয়ায়েট
শান্ত এবং স্থিতি।
আমরা সবাই শান্তিপ্রিয়
ঠান্ডা থাকার নীতি;
লালের মানে অস্তরাগ আর
প্রিয়ার মাথার সিঁথী।
আর কিছুতে লাল খুঁজি না
সাদাই মোদের প্রীতি;
আবরারেরও রক্ত রাঙা
আমরা ভুলেই জিতি।
আবরারেরা হদ্দ বোকা
বোকার মরাই রীতি;
ভালোই আছি, শান্তি আছে
থাকুক শাসক ভীতি। বাকিটুকু পড়ুন








