সেবক
ভেসে যাওয়া শ্যাওলা জড়িয়ে ধরে হলুদ মাখা হাত
তুলে আনে অবারিত আদরে সোহাগে
তারপর কথা কওয়া পাখি হয়ে এক সাথে।
জীবন বড় কঠিন কত কথা চারপাশে।
পাতার চালের ভিতর ঝরে বৃষ্টি, ঢুকে রোদ চাঁদের আলো তার মাঝে
জড়িয়ে প্যাঁচিয়ে থাকা হাসি উপচায় পান্তার থালা সামনে, অনাবিল সুখ ।
মরিচ লবন মেখে কি সোয়াদ খেতে... বাকিটুকু পড়ুন











