নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। বিগত কয়েক মাসে আমি সামুতে বিষয় ভিত্তিক প্রবাদ-প্রবচন-বাগধারা নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছি। তারই ধারাবাহিকতায় এবারে অন্ধকার নিয়ে ৪৮ টি প্রবাদ-প্রবচন-বাগধারা খুঁজে বের করেছি। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে এবার দেখে নেই অন্ধকার নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
১ । অন্ধকার আছে বলেই আলোর কদর।
২ । অন্ধকার আলো দূর করে না, আলো অন্ধকার দূর করে।
৩ । অন্ধকার ঘরে কালো বেড়াল খোঁজা।
৪ । অন্ধকার রাত্রির পরেই ঊষার আগমন।
৫ । অন্ধকারে উকুন বাছা।
৬ । অন্ধকারে ক্ষুদ্র স্ফুলিঙ্গও জ্বলিতে থাকে।
৭ । অন্ধকারে গাধাই বা কী, ময়ুরই বা কী!
৮ । অন্ধকারে ঢিল ঢিল ছোঁড়া।
৯ । অন্ধকারে ঢিল মারা।
১০ । অন্ধকারে লাউ কোটা।
১১ । অন্ধকারে সব বিড়ালকে ধূসর দেখায়।
১২ । অন্ধকারে সব বেড়ালই কালো।
১৩ । অন্ধকারেও সোনা জ্বলজ্বল করে।
১৪ । আলো এলে অন্ধকার পালায়।
১৫ । আলোটাকে তুলে রাখো অন্ধকারের জন্যে।
১৬ । এক চন্দ্রই যে অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না।
১৭ । গুড় অন্ধকারেও মিষ্টি লাগে।
১৮ । চক্ষু মুদিলে দুনিয়া অন্ধকার।
১৯ । চেরাগের নীচেই অন্ধকার।
২০ । চোখ বুজলেই সব অন্ধকার।
২১ । চোর খোঁজে অন্ধকার।
২২ । চোরের মার কুটকুটি অন্ধকার ঘুরঘুটি।
২৩ । নয়ন মুদলে সব অন্ধকার।
২৪ । প্রতিবেশীর হাঁড়ি যার ভরসা, জগৎটা তার কাছে বড় অন্ধকার।
২৫ । প্রদীপের কোলেই অন্ধকার।
২৬ । প্রদীপের তলাতেই অন্ধকার।
২৭ । প্রদীপের নীচেই অন্ধকার।
২৮ । মোমবাতির তলাতেই অন্ধকার।
২৯ । যার বউ কালো-কুচ্ছিত, সন্ধ্যেবেলায় আলো জ্বললেও সে চোখে অন্ধকার দেখে।
৩০ । অন্ধকারকে অভিশাপ দেওয়া থেকে একটি প্রদীপ জ্বালানো ভাল- চীনা প্রবাদ।
৩১ । অমানিশার অন্ধকারে অনুপস্থিত অসিত অশ্বডিম্বের অন্বেষণ - সৈয়দ মুজতবা আলী।
৩২ । সব থেকে কঠিন কাজ হল অন্ধকার ঘরে কালোবিড়াল খোঁজা, বিশেষভবে যখন সেখানে কোন বিড়াল নেই - কফুসিয়াস।
৩৩ । আঁধারে পড়ে চাঁদের কলা, কতক কালা, কতক ধলা, উত্তর উচু, দক্ষিণ কাত ধারায় ধারায় ধানের হাত, ধান-চাল দুই-ই সস্তা মিষ্টি হবে লোকের কথা - খনার বচন।
৩৪ । অল্প বৃষ্টির সঙ্গেও অনেক আঁধার ঘনায়।
৩৫ । আঁধার ঘরে সাপ থাকে ।
৩৬ । আঁধার ঘরে সাপ, সকল ধরে সাপ।
৩৭ । আঁধার ঘরের মাণিক (পরম আদরের সন্তান।)
৩৮ । আঁধার ঘরের মালিক।
৩৯ । আঁধারে ঢেলা ফেলা।
৪০ । আঁধারে পায়ে তেল দেওয়া।
৪১ । আঁধারের বাতি।
৪২ । আলোর পর আঁধার আসে
৪৩ । একটি ছেলে ঘরে, আঁধার আলো করে ।
৪৪ । কুমারীর মন আঁধার বন।
৪৫ । চারদিনকা চাঁদনি, ফের আঁধারে রাত।
৪৬ । তাল, তেঁতুল, মাদার, তিনে দেখায় আঁধার। (এই তিন গাছ ভিটায় থাকলে অন্ধকারে ছেয়ে থাকে।)
৪৭ । পরের মন আঁধার কোণ।
৪৮ । বাউ তুই সতত থাক আঁধার রাতি মিলিবে ভাত। (সৎলোকের ভাতের অভাব হয় না।)
সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
ক কাব্যের কচকচানি, প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পুরনো জানার সাথে নতুন কিছু যোগ হলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫০
অপু তানভীর বলেছেন: ১৯, ২৫, ২৬, ২৭, ২৮ এই গুলো তো বলতে গেলে একই রকম ।
১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এগুলি একই, শুধু এক-বা একাধিক শব্দের ভিন্নতা আছে অর্থ বা ভাবে কোনো ভিন্নতা নেই। তাই আমি পোস্টে লিখেদিয়েছি - এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
৩| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: অন্ধকার আছে বলেই আজ আপনি এই পোষ্ট টি লিখতে পারলেন।
১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সঠিক বলেছেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯
নেওয়াজ আলি বলেছেন: জানা হলো অনেক প্রবাদ
১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: অনেকগুলো প্রবাদ জানা এবং নতুন অনেকগুলো জানলাম!