somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন

২১ শে মে, ২০২২ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাপের মোট ৪৭টি সমার্থক শব্দ বা প্রতিশব্দ বা সম-অর্থবোধক শব্দ বা অনুরূপ শব্দ আমি খুঁজে পেয়েছি। আরো কিছু বাকি আছে কিনা জানা নেই।
অকর্ণ, অহি, আশীবিষ, উরগ, উরঙ্গ, উরঙ্গম, কাকোদর, কাদ্রবেয়, কঞ্চুকী, কুণ্ডলী, কুম্ভীলস, কঁচুকী, গোক্ষুরা, চক্রধর, চক্রী, চক্ষুশ্রবা, জলরণ্ড, জিহ্মগ, জহ্মগামী, দর্বীকর, দন্দশূক, দীর্ঘজিহ্ব, দীর্ঘপৃষ্ঠ, দৃকশ্রুতি, দ্বিজিহ্ব, দ্বিরসন, নাগ, পন্নগ, পবনাশ, পবনাশন, ফণকর, ফণাকর, ফণাকার, ফণধর, ফণাধর, ফণাবান, ফণভৃৎ, ফণী, বিলশয়, বিলেশয়, বিষধর, ব্যাল, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, ভেকভুক, সর্প।

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা—
যে সাপের চোখ নেই, শিং নেই নোখ নেই,
ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্‌ফাঁস, মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত, খায় শুধু দুধ ভাত—
সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত?
তেড়ে মেরে ডাণ্ডা, করে দেই ঠাণ্ডা।



বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। কিছুদিন আগে সামুতে গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন পোস্ট করার পরে সেখানে শায়মা আপু বানর ও সাপ নিয়ে প্রবাদ-প্রবচনের কথা বলেছিলেন। সেই কারণে প্রথমে বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন পোস্ট করেছিলাম। এবারে সাপ নিয়ে লেখা প্রবাদ-প্রবচন গুলি খুঁজে গিয়ে ১১০টি খুঁজা পেলাম। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে এবার দেখে নেই সাপ নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।

০১ । ধর্মের ঘরে না সয় পাপ, খোলসা ঘরে না রয় সাপ।

০২ । আদেখা পাপ, আঁধারের সাপ।

০৩ । আঁধার ঘরে সাপ, সকল ঘরেই সাপ।

০৪ । আঁধার ঘরের সাপ সকল ঘরে।

০৫ । আন্দার ঘরে সাপ, সগোল ঘরে সাপ।

০৬ । ইঁদুর গর্ত খুঁড়ে মরে, সাপ এসে দখল করে।

০৭ । পরের হাত দিয়ে গর্ত থেকে সাপ বাহির করা।

০৮ । গর্তের সাপ খুঁচিয়ে বার করা।

০৯ । কেঁচো খুঁড়তে সাপ বেরুল।

১০ । সাপ মরলেই সোজা।

১১ । সাপ হয় মরলে সোজা।

১২ । পা দিয়ে মাড়ালে না কামড়ায় এমন সাপ নাই।

১৩ । দুমুখো সাপ।

১৪ । সাপের দীর্ঘতাই কেবল বিচার্য নয়।

১৫ । ছোট সাপের বড় বিষ, ধানীঝালে জিভেয় শীষ।

১৬ । সাপকে দুধ খাওয়ালেও বিষের লাঘব হয় না।

১৭ । সাপকে দুধ খাওয়ালেও বিষ কমে না।

১৮ । সাপকে দুধ খাওয়ালে শুধু বিষ বাড়ে।

১৯ । দুধ কলা দাও যত, সাপের বিষ বাড়ে ততো।

২০ । দুধ কলা দিয়ে সাপ পোষা।

২১ । বুকের দুধে সাপ পোষা।

২২ । সাপে খেকো লোকের গিরগিটিতে ভয়।

২৩ । সাপে দংশিয়াছে নন্দনে যার, কূপের দড়িতে আতঙ্ক তার ।

২৪ । যাকে সাপে কামড়েছে, তার বাইন মাছকেও ভয় লাগে।

২৫ । কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশীবিষে (বিষধর সাপ) দংশেনি যারে।

২৬ । সুমায় মন্দ হোলি কোচ্ছের ধোন সাপ হয়ে কামড়ায়।

২৭ । ছাওয়ালরে কামড়ালো ধোড়া সাপে, মাইয়ে মলো তার বিষে।

২৮ । সারা রাইত মারলাম সাপ- জাইগ্যা দেখি দড়ি।

২৯ । ডুমুরের ফুল, সাপের পা।

৩০ । বাঘের দেখা সাপের লেখা।

৩১ । সাপের লেখা বাঘের দেখা।

৩২ । সাপের হাই যে বেদেয় চেনে অন্য লোকে জানবে কেনে?

৩৩ । বেদেয় চেনে সাপের হাঁচি।

৩৪ । সাপের হাঁচি বেদেয় চেনে।

৩৫ । বেদের মরণ সাপের হাতে।

৩৬ । সাপের ওঝা সাপেই মরে।

৩৭ । বেদের ঝুলিতে সাপও কেঁচো হয়।

৩৮ । সাপ হয়ে দংশে ওঝা হয়ে ঝাড়ে।

৩৯ । সাপ মারলে শিবের লাগে।

৪০ । সাপের মাথায় লাঠি মারলে শিবের মাথায় লাঠি বাজে ।

৪১ । যেমন সাপ তেমন লাঠি।

৪২ । এক লাঠিতে দুই সাপ মারা।

৪৩ । এক লাঠিতে সাত সাপ মারা।

৪৪ । সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

৪৫ । সাপও মরে, নড়িও না ভাঙ্গে।

৪৬ । সাপও মরবে, লাঠিও ভাঙবে না।

৪৭ । সাপও মারা যাক, লাঠিও বজায় থাক।

৪৮ । কালে-কালে কোলা ব্যাঙ সাপ ধরে খায়, কালে-কালে বাঁদী বেটী মাথায় চড়ে যায়।

৪৯ । ব্যাঙ বলে সাপকে, কারও ধার ধারি না।

৫০ । সাপে ডরায় ব্যাঙাকে, ব্যাঙা ডরায় সাপকে।

৫১ । ব্যাঙের শোকে সাপের চোখে জল

৫২ । সাপের ছানা, ব্যাঙের ছানা, যায় যার অঙ্গে তার তার সোনা।

৫৩ । সাপা ব্যাঙের বাহন হয়, সময় বুঝে সকল সয়।

৫৪ । সাপের বাসায় ভেকের (ব্যাঙের) নৃত্য।

৫৫ । সাপের মাথায় ভেকেরে (ব্যাঙেরো) নাচায়।

৫৬ । সাপের মুখেতে ভেকের (ব্যাঙের) নাচ, তবে তো রসিক রাজ।

৫৭ । সাপের মুখে চুমো, আবার ব্যাঙের মুখেও চুমো।

৫৮ । সাপের ছুঁচো গেলা।

৫৯ । সাপের পাঁচ পা দেখা।

৬০ । সাপের লেজে পা দেওয়া।

৬১ । সাপের গায়ে বারি মারা

৬২ । সাপ যেখানে নেউল সেখানে।

৬৩ । সাপে নেউলে সম্পর্ক।

৬৪ । সাপের কাছে বেঁজি নাচে, তবে জানি ওঝা আছে।

৬৫ । বেঁজির গর্তে সাপের বাসা।

৬৬ । মরে প্রজা মরে চাষা, বেঁজির গর্তে সাপের বাসা

৬৭ । নাই বললে সাপেরও বিষ থাকে না।

৬৮ । নির্বিষ সাপের কুলোপানা চক্র।

৬৯ । বিষহীন সাপকেও ফণা ধরতে হয়।

৭০ । যদি কাটে কালসাপে কি করবে ওঝার বাপে?

৭১ । সাপকে পোষ মানিয়ে থলিতে পোড়া।

৭২ । সাপের মুখে ঈষার মূল।

৭৩ । সাপের মুখে সিজের মূল।

৭৪ । হলুদ জব্দ শিলে, বউ জব্দ কিলে। সাপ জব্দ সিজের মূলে। পাড়াপড়শী জব্দ হয় চোখে আঙুল দিলে।

৭৫ । দুষ্টা ভার্যা, শঠ বন্ধুর সঙ্গ এবং সর্পগৃহে বাস, মৃত্যুরই সামিল।

৭৬ । শিরে হইলে সর্পাঘাত, তাগা বাঁধিবে কোথা?

৭৭ । কলির বামুন ঢোঁড়া সাপ, যে না মারে তার পাপ।

৭৮ । কায়েত, কালসাপ, বেদুয়া নারী, তিন জনকে পরিহরি।

৭৯ । সাপ, শাল, জমিদার, তিন নয় আপনার।

৮০ । সাপ, স্বপন, শোলের পোনা, যে না কয় সে সাধুজনা।

৮১ । বন থেকে বেরল সাপ, ধরতে পারে না ওঝার বাপ।

৮২ । বাঘ খায় দেখলে, সাপ খায় লেখলে।

৮৩ । বাঘের দেখা, সাপের লেখা।

৮৪ । সাপ নিয়ে খেলা।

৮৫ । সাপ মরলেও দেয় এক মোড়া।

৮৬ । সাপ মেরে লেজটুকু রাখা।

৮৭ । গর্তে আঁটে না গুইসাপ, তার লেজে বাঁধা কুলো।

৮৮ । নিজেই মাথায় তুলে গোসাপ করতে থাকে বাপরে বাপ।

৮৯ । সাপের মাথায় ধুলো পড়া।

৯০ । সাপে কামড়ালে বিষ ওলে, মানুষে কামড়ালে ওলে না।

৯১ । সাপে খেয়েছে ঢাপের ঝি’, বিয়েতে লেগেছে ন’মন ঘি।

৯২ । সাপের লেজে পা দেওয়া।

৯৩ । সাপের মাথায় পা দেওয়া।

৯৪ । কেউটে সাপের লেজ মাড়ানো।

৯৫ । সাপের হাঁড়ি খুলে বসা।

৯৬ । সাপ বেড়ায় আনাচে-কানাচে।

৯৭ । দেখতে না হয় সাপের ছানা, দংশালে আর প্রাণ বাঁচে না।

৯৮ । সাপের ভয়ে খাট করালে, ওলাবিবির কি ঠাওরালে।

৯৯ । মাছ মরেছে বেড়াল কাঁদে, শান্ত করলে বকে। ব্যাঙের শোকে সাঁতার পানি দেখি সাপের চোখে।

১০০ । সতীনের হাত সাপের ছোঁ, চিনি দিলে তুলে থো।

১০১ । সতীনের পোয়ের হাত দিয়ে সাপ ধরানো।

১০২ । সাপের কাছে কেঁচোর যেন সাত চড়ে রা ফোটে নাক।

১০৩ । কলির বামুন টোড়া সাপ মারলিই মহাপাপ।

১০৪ । কলির বামন বোড়া সাপ, যে না মারে তার বাপ।

১০৫ । সারারাত জেগে থাকে সে বাপ। যার ঘরে আছে মেয়ে বা সাপ।

১০৬ । সাপ মার খায় ল্যাজের জন্য, বউ বাক্যব্যাজের জন্য।

১০৭ । এক মনে সেবা করলে সাপও সদয় হয়।

১০৮ । সাপ-খেলানো সুর।

১০৯ । সাপও মরে লাঠিও না ভাঙে।

১১০ । সাপে-নেউলে সম্পর্ক।


সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল





=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
হট্টবিলাসিনী (১৮+)
শুক্তিবাক্য
দেখা-দেখি
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
=================================================================
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ রাত ৯:২০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। গানডুদের গল্প

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮




তীব্র দাবদাহের কারণে দুবছর আগে আকাশে ড্রোন পাঠিয়ে চীন কৃত্রিম বৃষ্টি নামিয়েছিলো। চীনের খরা কবলিত শিচুয়ান প্রদেশে এই বৃষ্টিপাত চলেছিলো টানা ৪ ঘন্টাব্যাপী। চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া সেবারই প্রথম... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

জামায়াত শিবির রাজাকারদের ফাসির প্রতিশোধ নিতে সামু ব্লগকে ব্লগার ও পাঠক শূন্য করার ষড়যন্ত্র করতে পারে।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৯


সামু ব্লগের সাথে রাজাকার এর সম্পর্ক বেজি আর সাপের মধ্যে। সামু ব্লগে রাজাকার জামায়াত শিবির নিষিদ্ধ। তাদের ছাগু নামকরণ করা হয় এই ব্লগ থেকেই। শুধু তাই নয় জারজ বেজন্মা... ...বাকিটুকু পড়ুন

হাওরের রাস্তার সেই আলপনা ক্ষতিকর

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে দেশের ইতিহাসে দীর্ঘতম আলপনা আঁকা হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের ‘অলওয়েদার’ রাস্তায়। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই আলপনার রং পানিতে... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×