পরীক্ষা শেষ হওয়ার পর বেরিয়ে এল ওরা দুজন।
ফার্স্টবয়ঃ কিরে, পরীক্ষা কেমন হল?
লাড্ডুঃ ব্যাপক দোস্ত। পরীক্ষার হলে কোপায় লিখে আসছি।
-তাই নাকি? সেরকম প্রিপারেশন ছিল মনে হচ্ছে?
-হ্যা দোস্ত। আগের দুইবারতো স্যাররা আটকাইছে, বন্ধু ভরত থেকে দেখে দেখে অংকটা মিলানোর পর নিশ্চিত হয়ে গেলাম এবার আর কেউ পাশ ঠেকাতে পারবে না।মিনিমাম ৩০ তো পাবই।তাহলে স্যারতো তিন নম্বর গ্রেস দিয়েই দিবে।তা তোর পরীক্ষা কেমন হল?
-আর বলিস না।ভাল হয় নাই।
-সে কি।কেন?
-সময় ছিল না বলে শেষের দুইটা প্রশ্ন মনমত লিখতে পারিনি। তবে এ প্লাস ইন শা আল্লাহ থাকবে।
লাড্ডু ঠিক কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। খালি মনে মনে ভাবতে থাকে, ফার্স্টবয় হালায় পাগল নাকি?
আসুন এবার ঘুরে আসি প্যারালাল কোন ইউনিভার্স থেকে। সেই ইউনিভার্সে আমেরিকা নামক একটি দেশের একটি অংগরাজ্যের নাম মিনেসোটা। তাদের করোনা মহামারীর কোন প্রিপারেশন ছিল না। ৫৬ লাখ অধিবাসীর সে রাজ্যে দেখা গেল কোন প্রস্তুতি না থাকলেও প্রতিদিন তারা গড়ে হাজার চারেক করোনা পরীক্ষা করে, এখন পর্যন্ত তারা প্রায় ৮৬ হাজার করোনা পরীক্ষা করে ফেলেছে।
এবার আসুন ঘুরে আসি সেই ইউনিভার্সেরই একটি কাল্পনিক রাষ্ট্র ভুগান্ডা থেকে। করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ে সে দেশের সেকেন্ড ইন কমান্ড ঘোষণা করেছিলেন, "আমরা করোনার চেয়ে শক্তিশালী।" দেখা যাচ্ছে পুরা বই পড়ে ফাটিয়ে ফেলা, করোনা পরীক্ষার জন্য মারমার কাটকাট প্রিপারেশন নেয়া ১৮ কোটি মানুষের সেই দেশটি কোনরকমে দিনে পাচ থেকে ছয় করোনা টেস্ট করতে পারে, এতদিন পেরনোর পর তারা কোনরকমে ৯৩ হাজার টেস্ট করতে পেরেছে। আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেলেও তারা মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তেত্রিশে যার পাশ, সে এ প্লাস গোণে না।
০৫.০৫.২০২০
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১