-মা, আমি ওকে ভালবাসি। ওকেই আমি বিয়ে করব।মেয়েটা স্পষ্ট ভাষায় জবাব দেয়।
-পাগল হয়ে গেছ? তোমার মত আইবিএ থেকে পাশ করা একটা মেয়ে বিয়ে করবে ওই প্রাইভেট থেকে পাশ করা ছেলেকে?
-কিন্তু আমি ওকে ভালবাসি।
-ওর সাথে তোমার স্ট্যাটাস যায় না।
পাঁচ বছর পর।
-বুঝলেন ভাবি, মেয়েটা মাত্র প্রমোশন পেয়েছে। ও এখন কোম্পানীতে ইয়াঙ্গেস্ট ব্র্যান্ড ম্যানেজার।
-তাতো বুঝলাম, কিন্তু ভাবী ক্যারিয়ারইতো মেয়েদের জীবনে সব না। ওর বিয়ে শাদীর কিছু হল?
প্রশ্ন শুনে মায়ের মুখ বন্ধ হয়ে যায়।
-ভাবী, আমার কাছে একটা ছেলে আছে।বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তাতে কি, ছেলের ক্যারিয়ার ভাল। তাছাড়া আপনার মেয়ের বয়সওতো একটু বেশী।
আরও এক বছর পর।
-কিরে, এত রাত হল যে? মা উদ্বিগ্ন হয়ে জানতে চান।
-আর বল না মা। আজকে প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট ছিল, খুব প্রেশার গেছে। সাবমিশন শেষে গ্রুপ মেম্বাররা মিলে একসাথে ডিনার করতে গিয়েছিলাম।
-দেখ মা, রোজ রোজ এত রাত করে বাসায় আসিস, অবিবাহিত মেয়ে তুই, লোকে নানা কথা বলে।
-তো?
-আমি বলি কি, তোর খালা একটা ছেলের কথা বলেছিল। একদিন দেখে আয়।
-না।
-তোর নিজের কোন পছন্দ আছে?
-না।
-ওই যে, একটা ছেলের সাথে কথা বলতি, ওর কি অবস্থা? ওদের বাসার ঠিকানাটা দে, তোর আব্বা গিয়ে কথা বলে আসুক।
মেয়েটা কোন জবাব দেয় না, মুখের ওপর দড়াম করে দরজা বন্ধ করে দেয়।
মা দরজার পাশে দাঁড়িয়ে থাকেন, ভেতর থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসে।
মেয়েকে সান্ত্বনা দেয়ার জন্য মুখ খোলেন তিনি, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। ক্যারিয়ার, স্ট্যাটাস আর আবেগের মাঝখানে ঝুলে থাকা পর্দা তার কন্ঠ চেপে ধরে।
গল্পঃ আবেগ, বিবেক ও গতিবেগের গল্প
২৪.০১.২০২০
আমার লেখা আরেকটি গল্পঃ
ছোটগল্পঃ ইঁদুরদৌড়
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১