একদিন এক গণিতজ্ঞের দেখা হয়ে এক জ্ঞানী লোকের সাথে।
জ্ঞানী জানতে চাইলেন, আপনি কে?
তিনি জবাব দিলেন, আমি একজন বিখ্যাত গণিতজ্ঞ। গণিত নিয়ে গবেষণাই আমার কাজ।
এটুকু বলেই নিজের নানা আবিষ্কারের কথা গর্বভরে বলতে লাগলেন তিনি।
জ্ঞানী ধৈর্য ধরে তার সব কথা শুনলেন। তারপর জানতে চাইলেন, আমার কাছে আপনি কি চান?
-স্রষ্টাকে চিনতে চাই। গণিতবিদ জবাব দিলেন।
-তাই নাকি? আচ্ছা, বলুনতো স্রষ্টা কে?
-আমার মনে হয় স্রষ্টা হচ্ছেন অসীম।
-তাই যদি হয়, তবে আপনি কি?
-অসীম নই, তবে নিজেকে একশ দেবই।
-অসীমের কাছে একশ কত সামান্য। তাই না?
-তা তো বটেই।
-তাহলে এই অসীমের কাছে শূন্যের মূল্য কি?
-কোন মূল্য নেই।
-অথচ যেকোন কিছুকে শূন্য দিয়ে ভাগ করলেই 'অসীম'কে পাওয়া যায়, একশ দিয়ে নয়।
সবাইকে লেট ঈদ মুবারাক।
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৫