১.
হেসে বললাম, বাবা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি।
বাবা জড়িয়ে ধরে বললেন, বাহ, এবার তাহলে বিসিএস দিয়ে এডমিনে ঢুকে যা।
গল্পঃ প্রকৌশলবিদ্যা
২৪.১০.২০১৭
২.
জিজ্ঞেস করলাম, আজ এত দেরী হল যে বাবা?
-আর বলিস না, কয়েকদিন থেকে শরীরটা ভাল লাগছে না।তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম।
-কি বলল ডাক্তার? আমি উদ্বিগ্ন হয়ে জানতে চাইলাম।
-ওই ডাক্তাররা যা করে আরকি।কোন দরকার নেই, তবুও একগাদা টেস্ট দিল। পাঁচ মিনিট দেখে ভিজিটও রাখল এক হাজার টাকা। সব টাকা খাওয়ার ধান্ধা। অমানুষ এক একটা।
-টেস্ট করিয়েছ?
-টেস্ট করানোর কি আছে? এক পাতা প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসলাম। সব ঠিক হয়ে যাবে।
আমি উঠে পড়তে যাচ্ছিলাম, হঠাৎ বাবা জানতে চাইল, তোর কোচিং এর কি অবস্থা?
-এইতো, চলছে।
-ক্লাস করিস ঠিকমত? পরীক্ষা-টরীক্ষা দিস?
-হ্যা, রেগুলার।
-দেখিস মা, ডাক্তার কিন্তু তোকে হতেই হবে।নাহলে পাড়ায় মুখ দেখাতে পারব না।
গল্পঃ আমি ও একদল সম্মানিত অমানুষ
২৫.১০.২০১৭
৩.
-কি এটা?
-আমার রেজিগনেশন।
-মানে?
-মানে আমি চাকরীটা ছেড়ে দিচ্ছি।
-কি বল এসব? তোমাকে নিয়ে আমার কত প্ল্যান ছিল।আর কটা দিন অপেক্ষা করলেইতো প্রমোশন হয়ে যেত।
-আর কটা দিন করে করেইতো আট বছর চলে গেল।
-তা কোথায় জয়েন করছ?
-জিআরই আগেই দেয়া ছিল। পিএইচডিটা করেই আসি।
-পিএইচডি করবা? সেতো পাঁচ বছরের ধাক্কা।
-আর কটা দিন যদি আট বছর হয়, তাহলে পাঁচ বছর আর কয় দিন???!!!
গল্পঃ আর কটা দিন
২৫.১০.২০১৭
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১