০১.
মেয়েটা দেয়ালের সাথে হেলান দিয়ে তখনো দাঁড়িয়েছিল। একজন পুলিশ অফিসার তার বন্দুকটা মেয়েটার দিকে তাক করে আছেন, অন্য অফিসার মেয়েটির কাছে জানতে চাইলেন, কি হয়েছিল?
মেয়েটা কোন জবাব দিল না, শূন্য দৃষ্টিতে দূরে চেয়ে রইল।
অফিসার দুজনের মাথার চুল ছেড়ার যোগাড়। তারা কিছুতেই বুঝতে পারছিলেন না অজানা অচেনা একটি কিশোরীর পাশে দেশের প্রেসিডেন্টের রক্তাক্ত লাশ পড়ে আছে কেন???!!!
গল্পঃ ধাঁধাঁ
২৩.০৯.২০১৮
০২.
অন্ধকার রাতের শীতলতার মাঝে ল্যাম্পপোস্টের উষ্ণ সোডিয়াম আলো লোকটাকে অভ্যর্থনা জানাল।পার্কের ভাঙ্গা চেয়ারটাকে তার বুড়ো মেরুদন্ডের কাছে মনে হল যেন মখমলের বিছানা।কুড়িয়ে পাওয়া ছেড়া কাঁথাটায় চমৎকার শীত মানছে। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া পুরনো জুতো জোড়াও পায়ে চমৎকারভাবে মানিয়ে গেছে।
"আহ, জীবন এত সুন্দর কেন?" মনে মনে ভাবল লোকটি।
গল্পঃ সুখী মানুষ [gratitude]
মূল গল্পঃ এন্ড্রু ই. হান্ট
অনুবাদঃ আমি তুমি আমরা
২৩.০৯.২০১৮
০৩.
"সাবধান, জানটুশ। বন্দুকটা কিন্তু লোডেড।" বেডরুমে ঢুকতে ঢুকতে লোকটা বলল।
"শেষে বউকে এটা দিয়ে মারবে?" মেয়েটা বিছানায় বসতে বসতে জানতে চাইল।
"নাহ, ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। ভাবছি প্রফেশনাল কাউকে ভাড়া করব।"
"আমাকে এই কাজের জন্য কেমন মনে হয়?"
লোকটা হাসল।"তোমার মত কিউট মেয়েরা হলিউডি সিনেমায় হিটম্যান হতে পারে। বাস্তবে মেয়ে হিটম্যান ভাড়া করার মত বেকুব কে হবে?"
মেয়েটার ঠোঁটের কোণে একটুখানি হাসির ঢেউ এসে মিলিয়ে গেল।"তোমার বউ।"
গল্পঃ ঘুমিয়ে পড়ার গল্প [bedtime story]
মূল গল্পঃ জেফরি হুইটমোর
অনুবাদঃ আমি তুমি আমরা
২৩.০৯.২০১৮
===============================================================
এবারের পর্বের প্রতিটি গল্পই অনুবাদ। তিনটিই ইন্টারনেটে পাওয়া, পরের দুটো গল্পের লেখকের নাম খুঁজে পেলেও প্রথম গল্পের লেখকের নাম উল্লেখ ছিল না। যদি কারো জানা থাকে, তবে কমেন্টে জানান, পোস্টে যোগ করে দেব।ধন্যবাদ।
-আমি তুমি আমরা
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২