এই বছর অনেক ব্লগার বই বের করেছেন। নানান কিসিমের বই। গত বছর অনেক নতুন লেখকের বই কিনেছিলাম । তবে এই বছর কিনবো না।
ব্লগার মাহের ইসলাম ভাই, তার অনেক দিনের পরিশ্রমের ফসল একটা গবেষণা গ্রন্থ আমাকে উপহার দিয়েছেন। আমার সুযোগ থাকলে কমপক্ষে ১০ কপি কিনতাম। ।
বইটি পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত । এইদেশের তথাকথিত সুশীলরা সব সময় পাহাড়ি সন্ত্রাসীদের পক্ষে সাফাই গান। বাংলাদেশ সেনাবাহিনীকে কোন প্রমাণ ছাড়াই কাঠগড়াই দাঁড় করান। এই বইটিতে তার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।
পাহাড়ের বহুল আলোচিত ঘটনা কল্পনা চাকমা বিষয়টি খোলাসা করেছেন। আরও অনেক স্পর্শকাতর বিষয় তুলে ধরেছেন।
বইয়ের নামঃ প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম , সত্য মিথ্যা অপপ্রচার ।
লেখক ঃ মাহের ইসলাম
প্রকাশনী ঃ জ্ঞান বিতরণী
স্টল নাম্বার ঃ ৬৩৫, ৬৩৬ রফিক চত্বর , সোহরাওয়ার্দী উদ্যান
রকমারি লিঙ্ক ঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৮