
পাকুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের জমিদার বাড়িগুলির মধ্যে খুবই সুপরিচিত এবং বেশ বড় একটি জমিদার বাড়ি। পাকুটিয়া জমিদার বাড়ি সম্পর্কে একটি লেখা আমি পোস্ট করেছিলাম সামুতে।
ঊনবিংশ শতাব্দীর শুরুতে কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে একজন ধনাঢ্য ব্যক্তি টাঙ্গাইল জেলার পাকুটিয়ায় এসে ইংরেজদের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হয়ে পাকুটিয়ায় জমিদারী শুরু করে।
রামকৃষ্ণ সাহা মণ্ডলের ছিল দুই ছেলে, বৃন্দাবন চন্দ্র মণ্ডল ও রাধা গোবিন্দ মণ্ডল।
রাধা গোবিন্দ মণ্ডল ছিল নিঃসন্তান, অন্যদিকে বৃন্দাবন চন্দ্র মণ্ডলের ছিল তিন ছেলে। এরা হলো- ব্রজেন্দ্র মোহন মণ্ডল, উপেন্দ্র মোহন রায় ও যোগেন্দ্র মোহন মণ্ডল।
১৯১৫ইং সালের ১৫ই এপ্রিল প্রায় ১৫ একর এলাকা জুড়ে তিন ভাইয়ের নামে উদ্ভোদন করা হয়া পাশাপাশি তিনটি প্যালেস বা অট্টালিকা। তখন থেকে জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ জমিদার বাড়ি নামে পরিচিতি পায়। যদিও এর আরেক নাম "পাকুটিয়া সাত আনি জমিদার বাড়ি"। সাত আনি কেনো, সেটি আমার জানা নেই।
নাচঘর অথবা নাট মন্দির

জমিদার বাড়ির সামনে রয়েছে একটি বিশাল খেলার মাঠ। মাঠের একপাশে রয়েছে টিনের তৈরি চৌচালা একটি দ্বিতল স্থাপনা। স্থাপনার নিচের অংশটি উন্মুক্ত, কোনো আচ্ছাদন বা প্রাচির নেই। অনেকগুলি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে অদ্ভূত এই স্থাপনাটি। অনেকে বলেন এটি নাচঘর। এখানে জমিদারী আমলে জমিদারেরা নাচ গানের আসর বসাতেন। সারা রাত ধরে চলতো নাচ-গান আবার কেউ কেউ বলেন এটি আসলে নাট মন্দির। সেকালে পূজার সময় ও পূজার পরে নাকি নাচে-গানে মুখর থাকত এই নাট মন্দিরটি। টিনের তৈরি চৌচালা এই ঘরটি আকারে যেমন বড়, তার গঠনও অভিনব।


পূজামণ্ডপ

জমিদার বাড়ির পশ্চিম দক্ষিণ দিকে আছে একটি মন্দির বা পূজামণ্ডপ। জমিদারী আমলের সেই সময়ে কলকাতা থেকে নামকরা সব কারিগর এসে দেবী দূর্গার মূর্তি তৈরি করতো পূজার আগে আগে। জাকজমক ভাবে পূজা উৎসব পালিত হতো। সেইসব দিন আর নেই। মন্দিরে সম্ভবত এখন আর পূজা হয়না। মণ্ডপটি বেশ কারুকাজময় ছিলো দেখলেই বুঝা যায়। সম্ভবতো এখানে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানও উদযাপন করা হতো। একট চারকোনা উঁচু ভিত্তি তৈরি করে তার উপরে একতালা এই পূজামণ্ডপটি তৈরি করা হয়েছিলো। বেশ কয়েক ধাপ সিঁড়ি টপকে উঠতে হয় মূল মেঝেতে। সিঁড়ির দুই দিকে এক জোড়া করে কারুকাজময় গোল স্তম্ভ রয়েছে। প্রতিটি স্তম্ভের উপরের অংশে নকশা করে তৈরি করা একজোড়া করে পরী ফুল হাতে দাড়িয়ে আছে। স্তম্ভের দুই পাশে রয়েছে ছোট ছোট দুটি বারান্দা। দৃষ্টিনন্দন কারুকাজ আর ডিজানের বারান্দা দুটি সকলেরই পছন্দ হবে।
সময়সুযোগ হলে দেখে আসতে পারেন আপনিও।








তথ্য সূত্র ও বর্ণনা : উইকিপিডিয়া, অন্তর্জাল, নিজ।
অবস্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'14.8"N 89°59'17.1"E
গুগল ম্যাপ : পাকুটিয়া জমিদার বাড়ি পূজা মন্ডপ এবং পাকুটিয়া জমিদার বাড়ি নাচঘর
ছবি তোলার তারিখ : ২৫শে নভেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ।
=================================================================
মন্দির দর্শন : ০০১ : শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০৩
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০৪
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০২ : সেনপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০৩ : আমিনপুর মঠ ও ঠাকুরবাড়ি মঠ
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৫ : বড় সর্দার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৬ : বালিয়াটি জমাদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৭ : বালিয়াটি ছয় আনি জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৮ : পাকুটিয়া জমিদার বাড়ি
=================================================================
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


