আমার কমেন্টব্যান তুলে নেয়া হয়েছে, এডমিন সাহেব ও সকল ব্লগারকে অনেক অনেক ধন্যবাদ। যাঁরা আমার ব্যানমুক্তি চেয়ে পোষ্ট দিয়েছেন, মন্তব্য করেছেন, জেনারেল হয়েছিলেন, প্রতিবাদ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রলো; আমি আপনাদের সন্মান রক্ষা করে ব্লগিং করবো।
আমি ব্লগিং ভালোবাসি; বর্তমানে প্রবাসে অবস্হান করলেও, দেশের শিক্ষিতদের মাঝে থাকতে ভালোবাসি, ব্লগিং আমাকে সেই প্রিভিলীজ দিয়েছে সব সময়। আমি মোটামুটি মানুষের সাথে মিলেমিশে চলি; ব্লগে সবাই লেখক হওয়াতে ও রিয়েল টাইমে আলাপ আলোচনা, তর্ক, ইত্যাদি হওয়ার কারণে কখনো কখনো কিছু ব্লগারের মন খারাপ হয়েছে; প্লীজ, মন খারাপ করবেন না; আমি সবকিছুই সহজভাবে নিই।
সবার মতো, আমিও চাই আমাদের জাতি ভালো করুক, সুখী হোক, নিজ পায়ে দাঁড়াক, মানুষের অধিকার প্রতিষ্টিত হোক, মানুষ স্বদেশের জন্য কাজ করুক, বিশ্বের অন্য জাতিগুলোর মতো আমরাও যেন বিশ্বের সবার সাথে সন্মান নিয়ে সহঅবস্হান করতে পারি। সবাইকে আবারো ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯