গণতান্ত্রিকভাবে নির্বচিত প্রেসিডেন্ট শেখকে হত্যা করে, ১৭ মাস মার্শাল'ল চালানোর পর, জেনারেল জিয়া অন্যায়ভাবে আরেকটা ক্যু'করে, নিজে নিজেই প্রেসিডেন্ট ( ২১শে এপ্রিল, ১৯৭৭) হয়ে যায়। এর ৪০ দিন পর, সে গণতান্ত্রিক (?) হ্যাঁ/না'র রেফেরেন্ডাম দিয়েছিলো (মে ৩০, ১৯৭৭ ), মানুষ স্বঘোষিত প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হিসেবে মানে, নাকি মানে না? জিয়া সারা দেশে 'হ্যা' ভোটের জন্য নিজে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলো; রেফারেন্ডামে "না" ভোটের পক্ষের লোকজনকে ( সামরিক ক্যু'এর প্রতিপক্ষ ) প্রচারণা চালাতে দেয়া হয়নি। যদি বিপক্ষকে সেই সুযোগ না'দেয়া হয়, উহা কি গণতান্ত্রিক রেফেরেন্ডাম?
যেই লোকটি ক্যু করে একটা অপরাধ করলো, এরপর সে যদি স্বঘোষিত প্রেসিডেন্ট হয়ে থাকে, সে আপনার হ্যাঁ ভোট পাবার সম্ভাবনা আছে?
জিয়ার রেফেরেন্ডামে কাহারা ভোটে গিয়েছিলো সেদিন? ওদের মুল পরিচয় কি ছিলো? ওরা কি ১৯৭১ সালের স্বাধীনতাকামীরা, নাকি যারা স্বাধীনতা চায়নি? যারা সেদিন জিয়াকে ভোট দিয়েছিলো, তারা সেদিন অন্যায় করেছে; ওদের মাঝে ন্যায়-বোধের অভাব ছিলো। যাক, সেই ভোটের ফলাফলও বদলিয়ে দিয়েছিলো মিলিটারী: জালিয়াতেরা সাড়ে ৪ কোটী ভোটারের মাঝে ৩ কোটি ৩৮ লাখ ভোটারের উপস্হিতি দেখোয়েছে। গ্রহন করা ভোটের মাঝে ৯৯ ভাগ "হ্যা" ভোট ও ১ ভাগ "না" ভোট দেখানো হয়।
ভোটের ফলাফল কেহ বিশ্বাস করেনি; যারা "হ্যাঁ" ভোট দিয়েছিলো, তারাও বিশ্বাস করেনি; তারা দেখেছে নিজের এলাকার কতজন মানুষ ভোটে উপস্হিত ছিলো! এইদিনের ভোটের আগেই জিয়া কিন্তু নিজে নিজেই প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলো; রেফারেন্ডাম দিয়ে কি হবে? মিলিটারীর জেনারেলরা নিজে নিজেই প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলো।
এটাই ছিলো স্বাধীন বাংলার ১ম জালিয়াতী ভোট; এই ভোট থেকেই অনুমান করা গিয়েছিলো যে, জেনারেল জিয়ার আগামী সাধারাণ ভোট কিভাবে হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫৩