মা নামের মধু

মা শব্দ হারিয়ে গেছে
শস্য শ্যামল মাঠে
খুঁজতে গিয়ে দেখি
মা আমার চোখে;
চোখ বুলানেয় দেখি
মা যাচ্ছে অনেক দূর
ও মা--শুনো- শুনো--
শুনেই না কি অভিমান
কষ্টে ভাসি সকাল দুপুর
পাই না কোন সান্ত্বনার সুর;
জ্যৈষ্ঠ মাসের বাউড়
আমার বুকে ঝরছে শুধু
নোনা বৃষ্টি নামে পিছু-
আম জাম কাঁঠাল লিচু
খুঁজি ফিরি মা নামের মধু।
৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে’২৪
বাকিটুকু পড়ুন











