তুমি দিতে ব্যথা!!
তুমি পারতে দিতে ব্যথা —
তুমি হাসতে তুমি ভাসতে ফাগুন হাওয়ায়,
তুমি নাচতে আলোর নাচন,
তুমি জানতে একটি চাতক প্রাণ প্রজাপতি ক্ষণ।
উদাসীর বাতায়নে প্রেম সুধা অন্বেষণে
সতত নিবেদিত যেন প্রেমের অনুরাগে।
তুমিও যেন থাকতে অপেক্ষায়
কখন হবে মোদের দেখা অসীম কথকতায়
ভরা পূর্ণিমায়, বৃষ্টি মাখা সন্ধ্যায় ।
কবিতা পাঠের প্রহরে কবিতা লিখে
তুমিও যে... বাকিটুকু পড়ুন











