দুর্বলেরাই কেবল বাহানা খোঁজে।

আমরা জানি, চুড়ি সুন্দর্যের প্রসাধনী
বেড়ী বানালো কে?
যে আঁচলে বাধা থাকে সংসার, সন্তান, স্বামী
দূর্বলাতার শিকল বললো কে?
পায়ে নুপুরের শব্দে যে বুকে আন্দোলন ওঠে
সেই নুপুরে বাধা পরলো কে?
পোষাকেই মিলছে পরিচয়
বিদ্বেষ কি এমন ভাবে ছড়িয়ে পরা উচিত?
লুঙ্গি কাছা মারতে শিখলেই মস্ত পুরুষ
ওড়নায় বুক ঢাকলেই ভীরু নারী।
যে কপালের টিপে আটকে যায় সহস্র পুরুষের... বাকিটুকু পড়ুন











