নভ উপবেশন

তখনই তোমার হাত ধরতে দিও ,
যখন মন চাইবে।
রঙিন আকাশে উড়তে পার ,
আমার সাদাকালো ডানায় চড়ে ,
মেলে রাখব যতক্ষণ তুমি চাইবে।
আমি মিলিয়ে যাব ,
তোমার রঙে,আবেগে,নেশায় ,
যদি না তোমার মন চায়
সে নেশা কেটে যাক।
অবলীলায় সপে দিব
আমার ফুলঝুরির সব পাপড়ি ,
তোমার... বাকিটুকু পড়ুন









