শেষ রাত্রী
মহাবিভীষিকাময় বিচার দিবস; দয়াময়ের করুণাই ভরসা



অপয়া শব্দটির বাংলা মানে খুব সুবিধার নয়। [অপয়া [ apaỷā ] বিণ. কুলক্ষণযুক্ত, অলক্ষণা, অলক্ষুনে; পয়মন্ত নয় এমন]। আমার নিজের ক্ষেত্রে এই শব্দটি প্রায় কেন জানি না- মিলে যায়। যেমন- আমি যে বাসে উঠি সে বাসটি মাঝপথে নষ্ট হয়ে যাবে। আমি যে রিক্সায় উঠি তার চেইন পড়তে থাকবে বারবার।... বাকিটুকু পড়ুন


হে তোমরা যারা অন্ধবিশ্বাসী, যারা অন্ধভাবে মনে করো কোরআনে কোনো ভুল নেই তারা নিচের আয়াতটি কয়েকবার পড়ে নাও। তারপর পুরো লেখা পড়ে জবাব থাকলে জবাব দাও।
"তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে... বাকিটুকু পড়ুন
মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে কারা? কওমী শিক্ষাব্যবস্থা না জামায়াতে ইসলামীর ইতিহাস?
বেশি বেশি শেয়ার করে সত্য প্রচারে এগিয়ে আসুন। জাযাকুমুল্লাহ।
ইদানিং মওদূদীপন্থী জামায়াতে ইসলামীর অনুসারী ভাইগণ কওমী শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে সোসাল মিডিয়ায় আঙ্গুল তুলার দৃশ্য ভাইরাল। তারা বলছেন- "কওমী শিক্ষা ব্যবস্থা না কি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে"। নাউজুবিল্লাহ।
অথচ বিষয়টা একবারে বিপরীত।
মিথ্যাচার ও... বাকিটুকু পড়ুন


তুমি যেন প্রজাপতি—
রঙিন পাখা মেলে দাও প্রতিটি বসন্ত এলে,
তুমি যেন সদ্য প্রস্ফুটিত ফুল
সুবাস ছড়াও চারিদিক মৌ মৌ গন্ধে ভরে ওঠে মন।
তুমি যেন বসন্ত কোকিল,
এখন প্রতিদিন ভোরে কুহু ডাকে হৃদয়ের কড়া নাড়ো
আমিও থাকি ভীষণ উদগ্রীব— তোমার পরশ পেতে।
তোমার সঙ্গীত শ্রবণে মুগ্ধ শ্রোতা হয়ে
আমি হারিয়ে যাই সুরের মূর্ছনায়
তোমার নৃত্য রন্ধন শিল্প
তোমার... বাকিটুকু পড়ুন



