ব্লগার পদাতিক চৌধুরীর জন্মদিনের শুভেচ্ছান্তে কয়েকটি লাইন !

একটি বিকীর্যমান রোদ বিছিয়ে দেয়া শারদ-দুপুরে,
ক্লান্তির ছাতাকে মাথায় নিয়ে পদব্রজ কোন পদাতিক
হয় পথভুল করে অথবা পথ নিজেই ভুলে সঁপে দেয়
শেষ হয়ে যাওয়া গন্তব্যকে , কোন এক হর্ষের গরজে।
বিকীর্ণ রোদে বিদীর্ন হতে হতে , কখনও বা নোনা ঘামে ভেজা ঠোঁটে
নির্ধনী হাসি... বাকিটুকু পড়ুন
৫৮ টি
মন্তব্য ৪৫৯ বার পঠিত ১১














