।। কাঁচা কঞ্চির কেউচন।। - আহমেদ রুহুলআমিন।
শাক-সব্জী-ফসল ফলাই
হামরা কৃষক- চাষারা,
মাইয়া ছুয়া মাগনা খাটে
লেইনা'ত জন-মাশারা।
গামলার ভাত করছে সাবার
ঠকঠকাছে হান্ডি,
ধানের মনডাত বসাইছে হাটত
ধলতা-তোলা-গান্ডি।
উমরা সবায় টিনা জলুক
উমানি -মাশা- মাছির ঝাক,
রক্ত চুষে বারমাসি
রুগী বানাইছে কহিম কাক।
টিনার মুখত রাশা ছিটাও
ওষধ ছিটাও মাছিলাত,
কাঁচা কঞ্চির কেউচন লাগে
প্যান্ট খুলে উমার পাছিলাত।
মহেন্দ্র, সার, ওষধ, বাদে
হামার কি আর টিকেছে,
মহারাজার দিঘী পাইছে
সবায়... বাকিটুকু পড়ুন











