শীতের ডাক



শীতের ডাক
- রইসউদ্দিন গায়েন
দূরভাষে তোমার প্রশ্ন--
'শীতের ডাকে কেন এলে না?
তোমার প্রতীক্ষায়.....এপার-ওপার।'
ভালবাসার সুতোয় টান পড়লে টনক নড়ে--
তাই এ প্রত্যুত্তর :-
সেই শীত-সন্ধানী দৃষ্টি আজ আর নেই,
কবিতার কলম নির্বাক,কল্পনার কপাট বন্ধ।
চির বসন্ত'র দেশে--
শীতের আভাস মেলে শুধু, হদিশ মেলে না।
নলেন গুড়ের বরফি, মোয়া--
ঘরে ঘরে পিঠে-পুলি;
বিচিত্র... বাকিটুকু পড়ুন










