আমার অবসর কবে, কোথায়?

ছবি- নেট।
আমার স্বপ্ন-শখের গাছগুলির পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে
সবুজ সমুদ্রে, চারিদিকে সবুজের ঢেউ
শুধু আমার নাম অঙ্কিত গাছটির বেলা অস্তমিতের পথে
তবে কি সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি?
অথচ সহস্র স্বপ্ন-শখ অপূরণ আমার!
জীবন চরিত্রের রচিয়তার লেখনী
খন্ডন হবে না, মুছে ফেলার শক্তি নেই কারোর।
এই এক চিলতে সময়ে-
ছুটে চলেছি অবিরাম, ক্লান্তহীন পথিক বেশে
সুন্দর ভবিষ্যতের... বাকিটুকু পড়ুন
















