প্রকাশিতব্য ‘জনতা ব্যাংক রোড’ পাণ্ডুলিপি থেকে দশটি কবিতা

হুলস্থুল
লাশবাহী গাড়ি থেকে নামলে তুমি
একা
এবং অন্যান্য দিনের চেয়ে সম্মনিত পোশাকে;
গরীব ও স্বভাব সুলভ বিষণ্নতায় দাঁড়ানো রোড লাইটের
কাছাকাছি স্থির আমি—খালি হাতে বেরিয়েছি আজ।
কোথাও থেমে নেই কিছু
লবণ ও গ্রন্থিত তাপমাত্রার মতন ছড়িয়েছো তুমি;
ভূমিহীন বালক আমি
পথের পথে বসে আছি চুপচাপ—অন্ধকার অরণ্যে।
দেখা হলে ফের মুছে দিও ঘুম
ছুঁয়ে দিও ঠোঁট—
অলীক কুসুম জড়িয়ে... বাকিটুকু পড়ুন









