শীতের শহর

শীত যাই যাই করছে।
ঠোঁট ফেটে জমে, ক্লান্তি চোখের পাতায়
ভাঙা শহরের ভাঙা দেয়ালে
কেউ থাকে, কেউ হয় নিরুদ্দেশ।
পৃথিবীর বুক চিরে
সমাজের পাঁজরে ঢুকে
রক্ত মাখা খোঁচার আঘাত,
জীবন হাসে।
কেউ কেউ হাসে
দু হাত ঘসতে ঘসতে
বিনয়ের লালসায়,
কেউ মুখ ঘুরিয়ে
চুপ করে থাকে।
বাইরের হাওয়ায় কাঁপে
মনের চাদর।
হিসেব-নিকেশের ছেড়া খাতা
চোখ শুকনো, মুখ শুকনো,
মন শুকনো, তবু হাসি।
কেউ কারো মুখের... বাকিটুকু পড়ুন









