কিঞ্চিৎ প্রেম

কিঞ্চিৎ প্রেম বগুড়ায় থাক
অগাধ ভালোবাসা সমগ্র বাংলাদেশ;
সরিষা ফুলে এখন বেশ মধু
দাম কমবেশী রৌদ্রোজ্জ্বল চওড়া
তবু বাংলাদেশ বলে কথা;
প্রেমের স্বাক্ষী কেউ দেয় না-
অথচ ভালবাসায় হতে হয় মৃত্যুঞ্জয়ী!
পিতৃপরিচয় শুধু শূন্য আকাশ
বেদনায় পত পত করে বাতাস-
কিঞ্চিৎ মায়া চাঁদের উপর থাক।
২১-১-২৫ বাকিটুকু পড়ুন














