শীতের রাতে খোলা আকাশ
শীতের রাতে খোলা ছাদে,
একাকী বসে থাকি মনে।
পরনে শুধু পাতলা জামা,
হিমেল হাওয়া লাগে শরীরে।
হাতে সিগারেট, ধোঁয়া উড়ে,
তাকাই আকাশের পানে।
তারা গোনা শুরু করি,
কিন্তু শেষ হয় না বারে বারে।
এই একাকীত্ব, এই অনুভূতি,
তোমার স্মৃতি এনে দেয়... বাকিটুকু পড়ুন










