সাদা মেঘের রাত

শীতের গায়ে যখন আষাঢ়
উষ্ণতার চাদর খুঁজে, তখন
চৈত্র এসে বৈশাখ কে ছোঁয়া দেয়
শুধু পাকা আম খাবো বলে;
অথচ বার মাসের মৃদু যন্ত্রনা-
বেশ প্যারা দেয়- রক্তক্ষয়ী নিয়ম?
তবু শীতল ভোর উপেক্ষা করে
একটা উষ্ণ ভোরের কাছে কিংবা
দ্রোহের কণ্ঠে আগুন জ্বালা মুষ্টি হাত-
ঠোঁটের আষাঢ় গড়ে সাদা মেঘের রাত।
২৭-১-২৫ বাকিটুকু পড়ুন














