কেমন কেমন লাগে

সবিই যেমন কেমন কেমন লাগে
মানুষগুলো ভগবান ভাবে-
ভয় ভিতি- ভালবাসা শুধু
আকাশ বাতাসেই নাকি চলে;
তবু কেমন কেমন লাগে!
শীত গরমের এক আত্মীয়তা আছে
মাটির গন্ধ ছাড়া আমার কিছুই নাই
এই তো দেখছি শূন্য আকাশ-
শিশির ভেজা সবুজ ঘাস;
তবু সব কেমন কেমন লাগে।
২৮-১-২৫ বাকিটুকু পড়ুন










