সময়ের কড়চা

এখন আর নয়নে নয়ন পড়েনা
এখন আর বলা হয়না-ভালোবাসার কথা:প্রেমের কথা
এখন তোমার হাতে লাঠি
এখন আমার হাতে লাঠি।
ফুলের দোকানে গোলাপ ফুলগুলি বিষণ্ণ
পাপড়িগুলো ঝরছে নীরবে-নিঃশব্দে,
সময় কেড়ে নিয়েছে আমাদের প্রেম।
সময় খুব সূক্ষ্ম পরিকল্পনাকারি
যে পরিকল্পনায় নেই আমাদের প্রেম-
একসাথে বসে পড়া-
আকাশে মেঘবালিকার খেলা দেখা-
সবুজ ঘাস ছিঁড়তে ছিঁড়তে ভবিষ্যৎ এর কল্পচিত্র আঁকা।
এক দানবীয় সময়ের সূক্ষ্ম... বাকিটুকু পড়ুন










