অতিথি আপ্যায়নের শেষবেলায়
মেঘের ঘনীভূত দ্রুত ধেয়ে আসছে
অতিথি আমার সম্মান পাবে তো!
ঘরের টিন হয়েছে যে ফুটো।
সহধর্মিণীর মুচকি হাসির আড়ালে
জমানো সঞ্চয়গুলো আজ দিশেহারা
এখনো হয়নি যে আজ বাজার করা।
অতিথির আগমনে ঘরগুলো আজ টইটম্বুর
সহধর্মিণীর আয়োজনও আইটেমে ভরপুর।
কালো মেঘের গতিতে ছুটছি আজ শেষ বেলায়,
প্রয়োজনের চাহিদা পূরণের অবিরত চেষ্টায়।
প্রিয়তমার ভালবাসা মিশ্রিত হাসির
মুখখানা দেখতে... বাকিটুকু পড়ুন





