যেন জল, মৎস-উচ্ছল, কিশোরীর কলকল
যেনবা সে থাকেনাই কখনো
এমনি অভিমান, কিসের টান
ম্রিয়মান
শব্দ-অস্ফূট আকাশের ভাণ
বর্ষা,
তা, বিগত কোন কাল-এ
রূপনগরের ঢাল-এ
ডানদিকে নুয়ে,
রিকশার চাকা ছুঁয়ে
পড়ছে গড়িয়ে
যেন জল, মৎস-উচ্ছল, কিশোরীর কলকল
হারিয়ে যাচ্ছে বাতাসে
প্রায়;
তবু থাকে রেশ, সাপের আবেশ
সোডিয়াম আলো
ভাসিয়ে দিচ্ছে পথ
মরে যাওয়া মথ
অস্বস্তির মত কফ
রয়ে যাচ্ছে
বলে, আমার অনুমান
ভুলে যাবার আগে
শরৎ চৌধুরী, ২১শে ফেব্রুয়ারি... বাকিটুকু পড়ুন













