ঝরা মুকুল (গীতিকবিতা)

রাধা.
প্রতিটা ক্ষণ সন্ধ্যা করে
চাইছি আমি ভুলতে যারে
হার চেহারায় সেই মুরতি
কেমনে হেসে রয়?
এমন কেন হয়?
শোন-না, ও শুক! সারির কাছে
দিন কয়েকটা তো ভালোই গেছে
কোন পাপেতে স্বপন মাঝে
আপণ খুলে বয়?
এমন কেন হয়?
গোধূলির হাসে আলো বিকেলের আকাশে
বিষ বেদনায় নীলকণ্ঠ, 'যাক, তাহলে সে গেছে!'
সবিতার গালে চুমু হয়ে
ক্যান যে... বাকিটুকু পড়ুন












