=তোমার দয়া চাই গো আল্লাহ=

এই দুনিয়া ধাঁধার জায়গা, মাকড়সারই জাল,
মোহ মায়া অহম ঈর্ষা, হায় সবই ক্ষণকাল,
এই দুনিয়ায় বুকের মাঝে, রঙ্গিন আলোর খেলা,
ক্ষণস্থায়ী এই দুনিয়ার ভাসাই সুখের ভেলা।
সুখের প্রাসাদ ছেড়ে হঠাৎ, থাকবো মাটির ঘরে
শান্তি ছেড়ে যাবো সবাই কেউ আগে কেউ পরে,
দিনের পরে দিন চলে যায়, বার্ধক্যে ঐ ডাকে
এত সুন্দর ফুলের জীবন, পলকে... বাকিটুকু পড়ুন











