একটা কবিতা লিখেছি, কখনো দেখা হলে শোনাবো
একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।
তোমার চোখ যেন বেলজিয়ামের আয়না
আমার শরীরে হাজার দাগের ক্ষত,
তুমি দেবী কোন মন্দিরের
বাজারে আমার বসত।
যদি অস্বীকার ও করি তুমি আছো
চোখে চোখ পড়লে এই যাতনা
কেমন করে লুকাবো?
একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শোনাবো।
তুমি একটা জীবন নিয়ে এসো
আমি সাদা ডায়েরি নিয়ে আসবো।
ছিনিয়ে আনার প্রতিঙ্গা নয়
আমি কলমের কালিতে নক্ষত্রমন্ডলি... বাকিটুকু পড়ুন










