কেয়ার জন্মদিন
আজকের এই দিন শুধু দিন নয়,
আজ মহাবিশ্বের উৎসব,
কারণ এদিনে তুমি এসেছিলে—
আলো হয়ে, সৌন্দর্যের প্রতিমা হয়ে।
তোমার চোখের গভীরতায়
আমি খুঁজে পাই হাজার নদীর স্রোত,
তোমার হাসির আলোয়
শহরের সব অন্ধকার গলে যায়।
আজ আকাশের সব তারা
শুধু তোমার জন্যই জ্বলবে ,
বাতাস গেয়ে যায় গান—
“কেয়ার জন্মদিন , পৃথিবী ধন্য হয়েছে আজ।”
তুমি আমার নিঃশর্ত ভালোবাসা,
আমার... বাকিটুকু পড়ুন








