বাংলাদেশের মানুষকে শুধু 'শাসন' নয়, 'আদর ও যত্নও' করুন!
'শাসন' শব্দটার সাথে দ্বন্দ্ব আমার ছোটকাল থেকে। কেন যেন শাসন শব্দটা পছন্দ করি না। শাসন তো তখনই করা প্রয়োজন, যখন প্রয়োজনে বলপ্রয়োগ করা লাগে, ধমক দেওয়া লাগে। কিন্তু, আমি তো সব সময়ে ধমক খাওয়ার মতো কাজ করি না! ভালো কাজও করি। তখন, কি একবার হলেও আমার মাথায় হাত বুলানো উচিৎ... বাকিটুকু পড়ুন









