নীরবতার অভিশাপ

গলায় আটকে থাকা কিছু কথা
নীরব কাঁটার মতো রক্ত ঝরায়,
প্রতিটি নিশ্বাসে জেগে ওঠে ব্যথা—
তবু শব্দেরা মুখ ফিরিয়ে থাকে,
বরফ হয়ে যায় অভিমানের ঘ্রাণে,
অন্তরের গোপন দরজাগুলো
ধুলোয় ঢাকা, আলোহীন।
চাঁদের আলোয় কাঁদে সেই কথা,
তারা জানে, আলো বোঝে না ব্যথা।... বাকিটুকু পড়ুন









